আজ সোমবার, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদার মুক্তির দাবিতে মহানগর ছাত্রদলের বিক্ষোভ

রাজনৈতিক প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। রোববার দুপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি হামিদুর রহমান সুমন, জুয়েল রানা, শাকিল, রুবেল, রাসেল, মিঠু, যুগ্ম সম্পাদক রাব্বি, কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, মুন্না, মাসুদ, জনি ও পাপ্প প্রমূখ।

শাহেদ আহমেদ বলেন, বিনা কারণে  বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। উনাকে (খালেদা জিয়া) বন্দি রেখে সরকার দেশের মানুষের সাথে খেলছে। ছাত্রসমাজ এগুলো আর মেনে নেবে না। তাই অবিলম্বে আমরা খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। আর যদি তা না হয় তাহলে দেশে গণতন্ত্র ফেরানোর দায়িত্ব ছাত্রদল কাঁধে তুলে নিবে।