আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় রক্তের গ্রুপ পরীক্ষা

ফতুল্লায় রোটারেক্ট ডিস্ট্রিক ৩২৮১ এর জোন প্লানেট দিনব্যাপী বিনামূল্যে রোটারেক্ট ক্লাব অব নারায়নগঞ্জ আপটাউনের সহযোগীতায় রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে।

শনিবার (৪জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফতুল্লার রামারবাগে মেরাজ কিন্ডারগার্টেন স্কুলে এই পরীক্ষা করা হয় ।

অনুষ্ঠানে জোন প্লানেটের প্রতিনিধি রোটারেক্ট সাব্বির হোসেন বলেন,আজকে আমরা প্রায় ৫০০জনের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেছি।আমাদের দেশের অনেক মানুষ আছে যারা তাদের নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানে না।তাই আমাদের জোনের উদ্যোগে মানুষের বিনামূল্যে রক্তের পরীক্ষা করছি।

বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষায় আরো উপস্থিত ছিলো রোটারেক্ট ডিস্ট্রিক ৩২৮১ রোটারেক্ট হিরা,ডিস্ট্রিক ট্রেইনার রোটারেক্ট মনিকা আক্তার,রিজোনাল রিপেজেন্টিভ (অগ্নি) রোটারেক্ট আমির খুশরু সৌরভ ,রিজোনাল সেক্রেটারি রোটারেক্ট রাজিব হোসেন ,রোটারেক্ট ক্লাব অব ঢাকা নিউ সিটি রোটারেক্ট কামরুল ইসলাম,প্রেসিডেন্ট রোটারেক্ট ক্লাব অব তোলারাম কলেজ রোটারেক্ট সুমন,রোটারেক্ট ক্লাব অব নারায়নগঞ্জ আপটাউনের প্রেসিডেন্ট রোটারেক্ট আব্দুর রহিম বাদশা,সেক্রেটারি রাকিব,ভাইস প্রেসিডেন্ট হোসাইন প্রমূখ।