আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে চোরাই মালামালসহ গ্রেফতার-৩

নারায়নগঞ্জের রূপগঞ্জ থেকে চোরাইকৃত ইলেকট্রনিক্স, মোবাইল ফোন, ঔষধসহ সাড়ে ১১লাখ টাকার মালামাল সিদ্ধিরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে রূপগঞ্জ থানার এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকা থেকে এ মালামাল উদ্ধার করা হয়। এসময় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ির থানার আব্দুল্লাহপুর এলাকার মৃত জলিল মন্ডলের ছেলে মিন্টু মিয়া, সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আজিজ মৃধার ছেলে মনির ও সদর থানার মাইসদাইর এলাকার মৃত তারা মিয়ার ছেলে রিপন মিয়া। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ১ টি চুরি মামলা ও সিদ্ধিরগঞ্জ থানায় ২ টি মাদক ও চুরি মামলা দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গত ১৮ ডিসেম্বর গভীর রাতে উপজেলার তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকার আনোয়ারা ড্রাগ হাউজ থেকে নগদ ৫৫ হাজার টাকা, মোবাইল ফোন ও ঔষধসহ সাড়ে ৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় আনোয়ারা ড্রাগ হাউজের মালিক আব্দুর রউফ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঔষধ ও অন্যান্য স্থান থেকে চুরিকৃত দুই বোতল বিদেশী মদ, একটি পিকআপ ভ্যান, একটি ফ্রিজ, ইলেকট্্রনিক্স মালামালসহ মোট সাড়ে ১১ লাখ টাকার মালামাল উদ্ধার করে। এসময় চুরির সঙ্গে জড়িত মিন্টু মিয়া, মনির ও রিপন মিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।