আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চনপাড়ায় মাদক বিরোধী মিছিল

রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় মাদক বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার তারা মিছিল করে। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল আলী সিকদার,  লোকমান ভান্ডারী, আনিস , নান্দু মিয়া , সেলিনা আক্তার রিতা , নাজমা খান , ডাঃ আনোয়ার, আবিদ হাসান চানমিয়া, আবুবকর সিদ্দিক, তারেক, মাহমুদ , মফিজ , রাসেল ইসলাম রানা,  আরাফাত , সর্নালী আক্তার , সাকিল ।

সর্বশেষ সংবাদ