আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দূর্ভোগের অপর নাম ঢাকা-না’গঞ্জ পুরাতন সড়ক

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: যথাসময়ে সংস্কার না করা ও নামে মাত্র সংস্কারের কারণে নারায়ণগঞ্জের বেশির ভাগ রাস্তারই বেহাল দশা। সংস্কারের অভাবে ওই রাস্তাগুলোতে যেমন দুর্ঘটনা ঘটে তেমনি চলাচলেও ভোগান্তিতে পড়তে হয়ে যাত্রী সাধারণের। পোস্তগোলা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ধুলা আর গর্তে এই রাস্তার নিত্য দিনের সঙ্গী। পোস্তগোলা সিএনজি স্ট্যান্ড। বড় বড় গর্তের কারণে এই রাস্তাটিতে প্রায়ই হেলে পড়ে গাড়ী। হরহামেশাই ঘটছে কোনো না কোন দুর্ঘটনা। শ্যামপুর থানার সামনের রাস্তার গর্তগুলো সাময়িক ভাবে ভরাট করা হয় ইটের টুকরা দিয়ে।
ভুক্তভোগী যাত্রীদের একজন বলেন, ‘শ্যামপুর থেকে পোস্তগোলা পর্যন্ত প্রায় দুইবছর পর্যন্ত কোন কাজ হচ্ছে না।’ একজন চালক বলেন, ‘মাঝে মাঝে এমনো হয় যখন ট্রাক উল্টিয়ে মানুষ পড়ে মারা যায়।’
আলী বহর ও ঢাকা ম্যাচ এলাকায় ধুলার কারণে মানুষের চলাচল কঠিন হয়ে পড়ে। রাস্তার কার্পেটিং উঠে যাওয়ায় ও ভাঙ্গা চোরার কারণে রাস্তায় বেরুলেই ভোগান্তি অনিবার্য হয়ে পড়ে যাত্রীদের। একজন নারী যাত্রী বলেন, ‘বাস সিএনজি কিছুতেই যাওয়া যায় না, এর চেয়ে হাঁটা ভালো। আরেকজন এলাকাবাসী বলেন, ‘আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, টাকা দিচ্ছি তবু কেন এই রাস্তা ঠিক হচ্ছে না?’
একটু বৃষ্টিতে চাকদা ও তেলকল এলাকার রাস্তা কাদা ও ভাঙ্গাচোরায় একাকার। রাস্তাগুলোর এমন বেহাল দশা থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবেন, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সড়কটি দেখভালের দায়িত্বে থাকা ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল মুঠোফোনে বলেন, সড়কটির যে অংশগুলো ভেঙে গেছে, সেগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ওই সড়কটির বিভিন্ন অংশ নিচু হওয়ায় পানি জমে নষ্ট হয়ে যায়। এ কারণে তা উঁচু করে সংস্কারের জন্য প্রাক্কলন তৈরি করা হচ্ছে, পরে মন্ত্রণালয়ে পাঠানো হবে।