আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দক্ষিণে তাপস -সেলিমের লড়াই

শেখ ফজলে নুর তাপস, হাজী সেলিমসহ ৬জন প্রথমদিনে সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। আজ প্রথম দিনে বর্তমান মেয়র আতিকুল ইসলামও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁর পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন এবং ছোট ভাই আবু মাহমুদ খান মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ৩টার কিছু পরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার মামা মাসুদ সেরনিয়াবাত।

এছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী ও বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি মো. নাজমুল হক। এর মধ্যে উত্তরে মনোনয়ন চান শহীদুল্লাহ ওসমানী। আর দক্ষিণের মনোনয়ন প্রত্যাশী হাজী সেলিম ও মো. নাজমুল হক।

হাজী সেলিমের পক্ষে মনোনয়ন তোলেন তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল। সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সদস্য আনিস আহমেদ।

মনোনয়ন প্রত্যাশীদের হাতে ফরম তুলে দেন আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ের অফিস সহকারী সৈয়দ আব্দুল আউয়াল শামীম, মোহাম্মদ আলাউদ্দিন, জিএম মাসুদ হাসান।

মেয়র পদে ফরমের মুল্য রাখা হচ্ছে ২৫ হাজার টাকা। ফরম বিতরণ চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

সর্বশেষ সংবাদ