আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নদীবেষ্টিত নুনেরটেকেও বিদ্যুৎ পৌঁছে দিলেন এমপি খোকা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার যুগান্তকারী পদক্ষেপে মেঘনা নদীবেষ্টিত উপজেলার দুর্গম চরাঞ্চল নুনেরটেকেও বিদ্যুৎ পৌঁছে গেছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকালে এমপি খোকা নুনেরটেকে বিদ্যুৎ লাইন নির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। স্বাধীনতার ৪৮ বছর পর স্বপ্নপূরণের আনন্দে গ্রামবাসীরা তখন এমপি খোকাকে ব্যাপক সংবর্ধনা প্রদান করে। এদিকে বিদ্যুতের আগমনে এ চরাঞ্চলের প্রতিটি ঘরে ঘরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
নুনেরটেকে বিদ্যুৎ লাইন নির্মাণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর নুনেরটেকবাসী যখন বিদ্যুতের দাবি জানিয়েছিলো তখন আমি আল্লাহর উপর ভরসা করে তাদের দাবি পূরণের অঙ্গিকার করেছিলাম। তখন সোনারগাঁয়ের অনেক নেতারা আমার অঙ্গিকারকে তাদের অঙ্গিকারের মত মনে করে তাচ্ছিল্যের সূরে হেসেছে। আজ আমি তাদেরকে অনুরোধ করি- একবার নুনেরটেক এসে দেখে যান যে আপনাদের রাজনৈতিক স্বার্থের শিকার সেই অবলা মানুষগুলো এখন কত খুশি।
এমপি খোকা আরও বলেন, আমি মানুষকে ধোঁকাবাজীর অঙ্গিকার দিতে পারি না। যখন যা বলি তা মন থেকেই বলি। ওয়াদা করার পর যখনই নুনেরটেকের কথা স্মরণ হয়েছে তখনই মনে হয়েছে “হায়! আমার নিজের গ্রামে এখনও বিদ্যুৎ নেই। আমার মা, বাবা, ভাই, বোনেরা কষ্ট করলে আমার এমপি হয়ে লাভ কি?” আবার যখন হরিহরদী সেতুর জন্য চেষ্টা তদবির করছিলাম তখন নিজেকে মনে হতো আমি হরিহরদীর সন্তান। আমার বাড়ি যেতে সাঁকো পাড় হওয়া লাগে। একদিন তো ওই সাঁকো থেকে পরে গিয়েছিলাম। তখন পিছন থেকে বাবা ডেকে বলেছিলো “হরিহরদী সেতু করে দিমু বলে আমাদের আর ধোঁকা দিও না।” আল্লাহর মেহেরবানীতে আমি সেই বাবার বয়সী মানুষটাকে ধোঁকা দেয়নি। হরিহরদী সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে। আজ নুনেরটেকেও বিদ্যুতের কাজ শুরু হলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার খায়রুল ইসলাম জানান, আগামী ১৫ দিনের মধ্যে নুনেরটেকে সাবস্টেশন নির্মাণ শুরু হবে এবং তিন মাসের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে যাবে। এজন্য ২৫ কোটি টাকা ব্যয়ে নদীর নিচ দিয়ে ৩৩ হাজার ভোল্টের ১৫ কিলোমিটার লাইন টানা হবে।
বারদী ইউপির চেয়ারম্যান জহিরুল হকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, বৈদ্যেরবাজার ইউপির চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সোনারগাঁ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ জোনাব আলী, সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ প্রমুখ।