আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাগে জান্নাত জামে মসজিদের উদ্বোধন

শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেছেন, মসজিদ আল্লাহর ঘর। এ মসজিদে হাজার হাজার মুসল্লীরা নামায আদায় করবে। যারা এ মসজিদে খেদমতে আছেন তাদের আমলনামায় নেকী লেখা হবে। একমাত্র কৃতকর্ম ভাল হলেই সবার দোয়ার বদৌলতে আমাদের সওয়াবের জায়গাটা ভারী হবে।

মঙ্গলবার ২৪ ডিসেম্বর দুপুরে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নস্থ ফনকুল এলাকায় নূরে মোহাম্মদ বাগে জান্নাত জামে মসজিদের উদ্বোধনী উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে ৪৯৬টি উপজেলায় আধুনিক মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন। সেই মসজিদে থাকবে ইসলামিক পাঠাগার। বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় ৫ওয়াক্ত নামায পড়তেন। নামাজের জন্য সকলকে উৎসাহিত করতেন। আর আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাবার স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। অতএব আমরা এই অনুষ্ঠান থেকেই আহ্বান জানাব আমাদের সন্তানেরা যাতে মাদক ও সন্ত্রাসবাদে জড়িয়ে না পড়ে সেদিকে সচেতন থাকতে হবে।

নূরে মোহাম্মদ বাগে জান্নাত জামে মসজিদের মোতয়াল্লী শুক্কুর মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সালেহ আহমদ, কেন্দ্রীয় শ্রমিকলীগের শ্রম বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ পলাশ, বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার, বন্দর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম প্রমুখ।

বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা শ্রমিকলীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক রাফিয়ান আহমেদ, সহসভাপতি আহাম্মদ আলী, হাজী আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মঞ্জুর হাসান মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী চান মিয়া প্রমুখ।

সর্বশেষ সংবাদ