সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বোতল কুঁড়াতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে জনি (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে সাদিপুর বারগাঁও গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ সুত্রে জান গেছে, সোমবার বিকালে উপজেলার সাদিপুর ইউপির বারগাঁও গ্রামের ইউনুছ মিয়ার ঘরের পেছনে মিটারের আর্তিংয়ের কাছে পরে থাকা একটি বোতল কুঁড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জনি মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জনির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।