বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আকর্ষণীয় করতে ব্রাজিলের রোনালদিনহো, নেদারল্যান্ডসের রুদ খুলিত ও মার্কো ফন বাস্তেন, ইতালির পাওলো মালদিনি এবং আইভরিকোস্টের দ্রিদিয়ের দ্রগবার সঙ্গে বাফুফের যোগাযোগ চলছে বলে জানা গেছে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৫ জানুয়ারি থেকে। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। ৬ দলের এই টুর্নামেন্টকে আকর্ষণীয় করার জন্য বিশ্বকাপ খেলা এক দুজন সাবেক তারকা ফুটবলারকে ঢাকায় আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে বিশ্বকাপে খেলা সাবেক তারকাদের সঙ্গে যোগাযোগ করছি। এদের মধ্যে এক কিংবা দুজন ঢাকায় আসবেন।’
টুর্নামেন্টের ড্র ও ট্রফি উন্মোচন হবে আগামী ৪ জানুয়ারি। এখন পর্যন্ত স্বাগতিক বাংলাদেশের সঙ্গে কিরগিজস্তান, মঙ্গোলিয়া, লাওস, শ্রীলঙ্কা ও কম্বোডিয়া জাতীয় দলের অংশগ্রহণ নিশ্চিত হয়ে হয়েছে।