আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে জাহাজের পাত পড়ে যুবকের মৃত্যু

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডকইয়ার্ড কারখানায় জাহাজের বিশাল ওজনের পাত পড়ে তহিরুল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে কায়েতপাড়া ইউনিয়নের ডাক্তারখালী ডকইয়ার্ডে ঘটে এ ঘটনা।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার ভোরে তারিকুল ইসলামের ডকইয়ার্ড তৈরির কারখানায় একটি জাহাজে রঙের কাজ করছিলো তহিরুল মিয়া। এসময় পাশ্ববর্তী কালাম মিয়ার মালিকানাধীন জাহাজের বিশাল পাত তহিরুলের উপড় পড়ে। গুরুতর অবস্থায় তাকে রাজধানীর আলী আজগর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নূরে আলম সিদ্দীকি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবার কারো বিরুদ্ধে মামলা করতে রাজি নয়। তাই স্থানীয়দের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।