আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে চলছে পুলিশের অভিযান

আড়াইহাজারের মানুষের কংকালসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।  ২২ ডিসেম্বর রোবাবার ভোরে উপজেলার বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম। তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের নিয়ে আড়াইহাজারে অভিযান চলছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির উদ্দিন জানান, আমাদের নিকট গোপনে খবর আসে ফেরিঘাট দিয়ে অনেকগুলো কংকাল পাচার হতে পারে। এই খবরের ভিত্তিতে পুলিশের কয়েকটি টিম ফেরিঘাট ঘেরাও করে ফেলা হয়। এক পর্যায়ে একটি বাস তল্লাশী করে ২টি ব্যাগে রাখা কয়েকটি কংকালসহ ২ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জামগড়া গ্রামের আহেদ আলীর ছেলে আলতাফ (৩৫) ও একই এলাকার লতিফের ছেলে সহিদ (২৫)।

সর্বশেষ সংবাদ