আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি মনিরুল ইসলাম

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হয়েছেন  নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম । রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা রেঞ্জ এর সম্মেলন কক্ষে ২০১৯ সালের নভেম্বর মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জ এর ডিআইজি হাবিবুর রহমান । উক্ত সভায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন নারায়ণগঞ্জ জেলার  পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম ।

মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, হকার উচ্ছেদ, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে এসপি  মোহাম্মদ মনিরুল ইসলাম’কে ২০১৯ সালের নভেম্বর মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করা হয়। উক্ত অপরাধ সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) পুলিশ সুপার (ভারপ্রাপ্ত)  মোহাম্মদ মনিরুল ইসলামের হাতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আসাদুজ্জামান ও  জিহাদুল কবির সহ ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারবৃন্দ।

সর্বশেষ সংবাদ