আজ মঙ্গলবার, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় গৃহবধূর লাশ উদ্ধার

ফতুল্লায় রূপালী (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন পিঠা বিক্রেতা।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলের দিকে ফতুল্লার মুসলিমনগর মধ্যপাড়া এলাকার সামসুল হকের ভাড়াটিয়া বাড়ির একটি ঘর থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

নিহত রূপালী ওই বাড়ির ভাড়াটিয়া রিকসা চালক লালটু মিয়ার স্ত্রী। এবং স্থানীয় ভাবে রাস্তার পাশে পিঠা বিক্রি করতেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহে রূপালী আত্মহত্যা করেছে। ময়তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানাযাবে।