আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশকে উন্নত বিশ্বে নিতে শিক্ষার্থীরাই বড় হাতিয়ার: মন্ত্রী গাজী

নবকুমার:

মাতুয়াইল (ডেমরা) ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজের  একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২  ডিসেম্বর)  কলেজ ক্যাম্পাসে এক অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । তিনি বলেন, মাতুয়াইল হচ্ছে শিক্ষানগরী ।এখান থেকে প্রতিবছর মেধাবী ছাত্র-ছাত্রী বের হচ্ছে। এই মেধাবী শিক্ষার্থীরাই ২০৪১ সালে দেশকে উন্নত বিশ্বে নিয়ে যেতে বড় হাতিয়ার হিসেবে কাজ করবে।

তিনি মাহবুবুর রহমান মোল্লার প্রশংসা করে বলেন, বৃক্ষ তার ফলে পরিচয়। এখানে মোল্লাদের জয়জয়কার। মাহবুবুর রহমান মোল্লা ভালো ফল তৈরী করছে। তার চমকে রূপগঞ্জ সহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে শত শত শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করতে এসেছে।

গোলাম দস্তগীর গাজী শিক্ষকদের উদ্দেশে বলেন, সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। আপনারা নবীনদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলবেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের দেশ দিয়ে গেছেন। দেশ স্বাধীন না হলে আমাদের ভাগ্যের উন্নয়ন হতো না। বঙ্গবন্ধুর ডাকে আমরা যুদ্ধে যাই। মাতুয়াইলে হানিফ ভাইয়ের বাসায় থেকে আমি (গাজী) আর মায়া যুদ্ধ করেছি।

মন্ত্রী আরো বলেন, দেশে তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটেছে। প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে এখন স্মার্ট ফোন। তারা সারা দিন ফেসবুক চালায়। কারও সাথে কথা বলে না। দিন দিন আমাদের শিক্ষার্থীরা যেনো বোবা হয়ে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মে‌ট্রো প‌লিটন পু‌লি‌শের ওয়ারী বিভা‌গের উপ-পু‌লিশ ক‌মিশনার শাহ ইফ‌তেখার আহমেদ, এ‌শিয়া‌টিক গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক সোহরাব হো‌সেন বাবু, ঢাকা দ‌ক্ষিন সি‌টি কর্পোরেশ‌নের ৬৫ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর আলহাজ্ব সামসু‌দ্দিন ভুঁইয়া সেন্টু, ড. মাহবুবুর রহমান মোল্লা ক‌লে‌জের অধ্যক্ষ  মোহাম্মদ ওবায়দুল্লাহ, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সহ অ‌নে‌কে।

 

সর্বশেষ সংবাদ