আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোট দিলেন মন্ত্রী গাজী

নবকুমার:

নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনের ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের এমপি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শনিবার দুপরের পরে ভোট দিতে যান তিনি। এসময় মন্ত্রী নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ-৩ আসনের  এমপি লিয়াকত হোসেন খোকা।

প্রসঙ্গত, এবার নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছে দুই জন প্রার্থী । তারা হলেন নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি এড. মাহাবুবুর রহমান মাছুম, তানভীর আহমেদ টিটু। এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছে ১ হাজার ১শ ৪৫ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সাবেক এমপি মোহাম্মদ আলী।

সর্বশেষ সংবাদ