আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবী মহানগর যুবদলের

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু।

এক প্রতিবাদ বার্তায় কাউন্সিলর খোরেশদ বলেন, বিজয় দিবসের র‌্যালীতে অহেতুক হামলা ও পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ বিএনপি ও অংগ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়ের পরবর্তীতে মহামান্য উচ্চ আদালত থেকে আগাম জামিন পাওয়ার পরেও এড. সাখাওয়াত হোসেন খানকে গ্রেফতার করা এক রকম সৃষ্টাচার। তিনি অবিলম্বে মামুন মাহমুদ, এটিএম কামাল, এড. সাখাওয়াত হোসেন খান, রুহুল আমিন, মোহাম্মদ হোসেন কাজল, নুর এলাহী সোহাগ সহ সকল রাজবন্দীর অবিলম্বে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ