আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আড়াইহাজারে বোরহান (২৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে স্থানীয় কামরানীরচর এলাকার মঞ্জুর দেওয়ানের ছেলে। বুধবার সকালে তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আড়াইহাজার থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় সম্প্রতি নারায়ণগঞ্জের আদালত থেকে তার বিরুদ্ধে দুই বছরের সাজা প্রদান করে রায় দেয়া হয়। এর পর থেকে সে পলাতক ছিল। আড়াইহাজার থানায় মামলা নং- ২২(১২)১৪ইং।

সর্বশেষ সংবাদ