আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তাদের হাত ভেঙ্গে দেয়া উচিত: আনোয়ার

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশে এখন রাজাকাররা ঘুরে বেড়াচ্ছে। রাজাকারদের তালিকা প্রকাশ করেছে সরকার। সেই রাজাকাদের  এই স্বাধীন বাংলাদেশে ঠাঁই নেই। দেশে এখন রাজাকাররা ষড়যন্ত্র করছে। বন্দরে যারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি উপর হাত তুলেছে, তাদের হাত ভেঙ্গে দেয়া উচিত। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ বিষয় নিয়ে কেন্দ্রীয় ভাবে ব্যবস্থা নেয়া হবে। ৪৮ বছর স্বাধীনতায় এখন মুক্তিযোদ্ধারা বয়স্ক হয়ে গেছে। তাদের আগের মত শক্তি নেই, দেশের জনগণই এখন মুক্তিযোদ্ধাদের হাতিয়ার। এই ধামগড়ে এত মুক্তিযোদ্ধা থাকা পরও রাজাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারা, আসলেই আমরা ব্যর্থ। রাজাকাররা এখন স্বাধীন বাংলাদেশে মাথা উঁচু করে চলে। তাই বলতে চাই নেতা-নেতারা নয়, কর্মী কর্মীদের মধ্যে ঐক্যবদ্ধ গড়ে তুলতে হবে।

১৭ ডিসেম্বর বন্দরে মহানগর বিজয় দিবস উপলক্ষে প্রগতি সংঘ এর আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

প্রগতি সংঘের সভাপতি লায়ন মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি ভুইয়া, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলমাস ভূইয়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মেদ চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত বলেন, সরকার মুক্তিযুদ্ধে সকল অবদান তুলে ধরছেন। ইতোমধ্যে আওয়ামীলীগ সরকার গঠনের পর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করেছেন। তাদের সম্মানজনক ভাতা দেয়া হচ্ছে, যা কোন সরকার করেনি। সেই সঙ্গে রাজাকারদের তালিকাও প্রকাশ হয়েছে।