আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজাকারের সন্তানকে নামানোর জন্য দুর্বার আন্দোলন হোক: আইভী

নাসিক মেয়র ডা:সেলিনা হায়াত আইভী বলেছেন, রাজাকারের ছেলে কিভাবে নারায়ণগঞ্জের চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট থাকে। প্রখ্যাত রাজাকার গোলাম রাব্বানী, তার ভাই চেঙ্গিস, তার ভাই বাদল অনেক মানুষকে হত্যা করেছে, মানুষের সম্পত্তি লুটপাট করেছে। এমনকি চেঙ্গিস যখন মারা যায় পাকিস্তানের পতাকা দিয়ে তাকে জানাজা দেয়া হয়েছিলো। সেই কুলাঙ্গারের সন্তানরা কীভাবে সরকারি প্রতিষ্ঠান রাইফেলস ক্লাবের মত জায়গায় সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সভাপতি হয়? মুক্তিযুদ্ধকে সামনে রেখে তাদের পদায়ন করে যারা বড় বড় কথা বলে, যারা তাদের বানিয়েছে এই জনতার কাতারে এনে তাদেরও বিচার করা উচিৎ। যারা সংসদ সদস্যে তাদের ছত্রছায়ায় মাকসুদ চেয়ারম্যান রাজাকারের সন্তান হয়েও তাকে পাশ করানোর জন্য নৌকাকে ফেল করানো হয়। আমি চাই নারায়ণগঞ্জের এই রাজাকারের সন্তানকে সেখান থেকে নামানোর জন্য এই নারায়ণগঞ্জে দুর্বার আন্দোলন গড়ে তোলা হোক। আর এই রাজাকারদের দোসরদের যারা ছত্রছায়া দিবে তাদের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ্ আগামীতে ব্যবস্থা নিব।

সোমবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে জীমখানায় আলাউদ্দিন খান স্টেডিয়ামে  আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সর্বশেষ সংবাদ