আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তৈমূরের নেতৃত্বে বিশাল পতাকা মিছিল

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেছে। সোমবার (১৬ ডিসেম্বর)  সকালে  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে এই মিছিল বের হয়। পরে তিনি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

মিছিল শুরুর পূর্বে এক আলোচনা সভায় হয়। সেখানে বক্তব্য রাখেন এড. তৈমূর আলম খন্দকার। তিনি  বলেন, আমরা স্বাধীন ভূখন্ড, পতাকা ও সংবিধান পেলেও প্রকৃত মুক্তি এখনো পাইনি। এখনো প্রতিনিয়ত আমাদের যুদ্ধ করতে হচ্ছে বাক স্বাধীনতা, স্বাধীন বিচার ব্যবস্থা ও অর্থনৈতিক মুক্তির জন্য্ দেশ আজ বিচার হীন। তাই বেগম খালেদা জিয়া এখনো কারাগারে।

আরো বক্তব্য রাখেন, জেলা ওলামা দলের সভাপতি শামছুজ্জামান বেনু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু, মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহম্মেদ, সিনিঃ সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, মহানগর শ্রমিক দলের সভাপতি এম এ আসলাম, জেলা মহিলা দলের সভাপতি নুরুন্নাহার বেগম, মহানগর মহিলা দলের আহ্বায়ক রাসিদা জামাল, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি মোঃ বাবুল আহম্মেদ, রপগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি ইদ্রিস আলী, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়ের প্রধান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, আইনজীবি ফোরামের নেতা এড. ভাষানী, এড. বোরহান, এড. আজিজ আল মামুন, এড. আজিজ মোল্লা, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাল্লাউদ্দিন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, রতন প্রমুখ।

সর্বশেষ সংবাদ