নবকুমার:
রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) কলেজ ক্যাম্পাসে এক অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, টাকা পয়সার সমস্যা থাকলে সমাধান করে দেব। তোমাদের কাছ টাকা নয়, চাই শুধু ভালো রেজাল্ট। যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমার (হাছিনা গাজী) পক্ষ থেকে পুরস্কার দেয়া হবে। শিক্ষকরা যদি ক্লাস নিতে অবহেলা করে আমাকে (হাছিনা গাজীকে) জানাবে।
শিক্ষকদের উদ্দেশে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি হাছিনা গাজী বলেন, আয় বুঝে ব্যয় করতে হবে। স্কুলে যদি ইনকাম না থাকে তাহলে আপনারা পয়সা পাবেন না। আপনারা অনেক শিক্ষিত। আমি চেষ্টা করছি আপনাদের বেতন বাড়ানোর।
তিনি আরো বলেন,সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। আপনারা নবীনদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলবেন। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর।
এসময় উপস্থিত ছিলেন, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো : মঞ্জুর রহমান। ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল মোল্লা, গভর্নিং বডি সদস্য ডা:মো:মেজবা উল হাসান মোকাররম প্রমুখ।
এছাড়া হাছিনা গাজী রূপসী নিউমডেল স্কুল এন্ড কলেজে ডিজিটাল হাজিরা রেজিষ্টার ও সিসি টিভি সিষ্টেম এর শুভ উদ্বোধন করেছেন। তিনি স্কুলের দেয়াল সংস্করণের জন্য শিক্ষকদের মিটিং ডাকার আহবান জানিয়েছেন।