আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বুদ্ধিজীবীদের রক্ত বৃথা যাবে না: মন্ত্রী গাজী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, হায়েনার দল বাঙালি জাতিকে মেধাশূন্য করতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে। পাক হানাদার বাহিনী  নিশ্চিত পরাজয় জানতে পারছিলো।

তিনি বলেন, বুদ্ধিজীবীদের রক্ত বৃথা যাবে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের হাল ধরেছেন। যে সকল রাজাকার বুদ্ধিজীবীদের হত্যায় সহযোগিতা করেছে এ দেশে তাদের বিচার হচ্ছে। ওরা কেউ ক্ষমা পাবে না।  বুদ্ধিজীবীরা যে স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা পূরণ করছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে “গাজী গোল্ড কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। খেলার আয়োজন করে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ সালের ব্যাচ।

গোলাম দস্তগীর গাজী বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। এই দল জনগণের স্বার্থে কাজ করে। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল দেশের উন্নয়ন করে নাই। বর্তমান সরকারের আমলে শিক্ষা চিকিৎসা বিদ্যুৎ তথ্য প্রযুক্তি খাতে বিপ্লব ঘটেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসকো গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সবুর। এসময় আরো উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসূল কলি, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম,এমায়েত হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা প্রমুখ।