আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সম্মেলন করতে ব্যর্থ না.গঞ্জ জেলা ও মহানগর আ.লীগ

নবকুমার:

চলতি মাসের ২০ ও ২১ ডিসেম্বর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ২১ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সম্মেলনের আগে সারা দেশে জেলা-মহানগর ও উপজেলার সম্মেলন করার নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনার সেই নির্দেশ মানা হয় নি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের ক্ষেত্রে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই । একটি সুত্রের মাধ্যমে জানা গেছে আওয়ামী লীগের ২১ তম জাতীয়  সম্মেলনের আগে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হবে না। জাতীয় সম্মেলনের পরে সুবিধাজনক  সময়ে  নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হবে। তবে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের সম্মেলন আয়োজন করতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তাদের মধ্যে দ্বন্দ্ব দৃশ্যমান হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটি গণভবন থেকে ঘোষণা করা হয়েছে। এই কমিটির সম্মেলন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর আনোয়ার হোসেনকে সভাপতি ও অ্যাডভোকেট খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এর দুই বছর পর ২০১৫ সালের ১০ ডিসেম্বর ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আর ২০১৬ সালের ৯ অক্টোবর আবদুল হাইকে সভাপতি, সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সহ সভাপতি এবং আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট জেলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। ১৩ মাস পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।

তবে একটি সুত্রের মাধ্যমে জানা গেছে, জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির একাধিক শীর্ষ নেতা বয়সের কারণে বাদ পড়তে পাড়েন। রদ বদল হতে পারে সাধারণ সম্পাদক পদ।