সংবাদচর্চা রিপোর্ট:
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী কারাবন্দী বেগম খালেদা জিয়া’র দ্রুত নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহাগর ও জেলা স্বেচ্ছাসেবক দল।
৯ ডিসেম্বর (সোমবার) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পিছনে বিক্ষোভ মিছিলটি করা হয়। এ সময় নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
বিক্ষোভে বক্তরা বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী হওয়া সত্বেও বর্তমান সরকার ষড়যন্ত্র করে অসুস্থ বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে। সরকার বিএনপিকে ভয় পায় বিধায় আমাদের মা সমতুল্য নেত্রীকে বিনা কারনে জেল হাজতে আটকে রেখেছে।
বক্তরা আরো বলেন, আমরা চেয়েছি আইনের মাধ্যমেই আমাদের নেত্রীকে মুক্ত করবো কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বর্তমান সরকার দেশের আইন শাসন ব্যবস্থার উপর কর্তৃত্ব বজায় রেখেছে যার ন্যায় আইন তার নিজস্ব গতীতে চলতে পারছে না। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকার নিজেদের ইচ্ছেতেই আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিনিয়ত খর্ব করছে।