আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারাবো ও কাঁচপুরে ৩ চাঁদাবাজ গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি:

রূপগঞ্জের তারাবো এবং সোনারগাঁ উপজেলার কাঁচপুরে পৃথক অভিযান চালিয়ে ৩ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব ১১।  গত ৭ ডিসেম্বর তারাবো পৌরসভার দক্ষিণ পাড়া, সোনালী রোডস্থ শবনম ভেজিটেবলস অয়েল মিলস লিঃ এর সামনে এবং সোনারগাঁ থানাধীন কাচঁপুর এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, লেগুনা, সিএনজি ও অটোরিক্সা থামিয়ে চাঁদা আদায়কালে হাতে-নাতে তাদের গ্রেফতার করা হয়। । গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মাসুদ পারভেজ ভূঁইয়া @ কুত্তা মাসুদ (৪৪), মোঃ ইমন (২৫), মোঃ ফারুক হোসেন (৩৫)। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ৫ হাজার ৩শ ১০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজ মোঃ মাসুদ পারভেজ ভূঁইয়া @ কুত্তা মাসুদ ও তার সহযোগী মোঃ ইমন এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে নিয়ে প্রকাশ্যে দিবালোকে তারাবো পৌরসভায় শবনম ভেজিটেবলস অয়েল মিলস এর আশপাশে যে কোন স্থানে বিভিন্ন কোম্পানীর পণ্য বোঝাই ট্রাক চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ১০০/- থেকে ৩০০/- টাকা করে চাঁদা আদায় করে আসছে।  তারাবো এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস ও লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে উক্ত চাঁদাবাজ চক্রের মূলহোতা মোঃ মাসুদ পারভেজ ভূঁইয়া @ কুত্তা মাসুদ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল হতে চাঁদাবাজির নগদ ৩,২৯০/- টাকা জব্দ করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে চুাদাবাজিসহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত প্রায় অর্ধ ডজনেরও অধিক মামলা রয়েছে। চুাদাবাজির পৃথক আরেকটি অভিযানে সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস ও লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে ১। মোঃ ইমন (২৫) ও ২। মোঃ ফারুক হোসেন (৩৫)’দেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ২,০২০/- টাকা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রীবাহী বাস, লেগুনা, সিএসজি ও অটোরিক্সা চালকদের নিকট থেকে জোরপূর্বক গুরুতর ভয়ভীতি দেখিয়ে দৈনিক ৫০/- টাকা থেকে ১০০/- টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।