আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তিনিই শুধু ষড়যন্ত্রের গন্ধ পান!

সংবাদচর্চা রিপোর্ট
দলীয় স্টেজ থেকে খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওয়াজ মাহফিল। সর্বত্রই বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগঞ্জে ষড়যন্ত্রের গন্ধ পান শামীম ওসমান। নির্বাচনের আগেও যে ধরনের বক্তব্য রাখতেন, নির্বাচনের পরেও একই ধরনের বক্তব্য। তার মতে বিএনপি জামায়াত সহ সরকার বিরোধীরা সারাবছরেই ষড়যন্ত্র করে চলে। এনিয়ে প্রশাসনের কর্মকর্তারা তেমন কিছু না বললেও অজানা কারনে নেতাকর্মীদের সারাবছর সতর্ক থাকার নির্দেশ দেন শামীম ওসমান।

গত ২ বছরে গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে উঠে আসে তার একই ধরনের বক্তব্যের চিত্র। বারংবার তিনি ষড়যন্ত্রের কথা উল্লেখ করলেও অজ্ঞাত কারনে তার বক্তব্যকে আমলে নেন না প্রশাসনের কর্মকর্তারা। অথচ দেশের যেকোন প্রান্তে আইন প্রনেতাদের আশংকার কথায় নড়েচড়ে বসতে বাধ্য হন প্রশাসনিক হর্তাকর্তারা। কিন্তু ব্যক্তিক্রম কেবল নারায়ণগঞ্জে। কারন হিসেবে সংশ্লিষ্টরা বলছেন তার এমন বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই বিবেচিত হয়ে সর্বত্র। আর সে কারনেই তার একই বক্তব্য বার বার প্রচারিত হলেও তা নিয়ে মাথাব্যাথা নেই কারোই।

মাত্র ৫ মাসের বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে ষড়যন্ত্রের তথ্য পাওয়ার একাধিক বক্তব্য। চলতি বছরের ৩০ আগস্ট বিকেলে সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভায় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে পর পর চারবার আমরা ক্ষমতায় এসেছি। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়, চারদিকে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতেও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। যাদের ওপর জনগণের ভিত্তি বা আস্থা নেই, তাদের ষড়যন্ত্র করা ছাড়া কোনো উপায় নেই। সুত্রঃ যুগান্তর

৩ সেপ্টেম্বর ফতুল্লার পঞ্চবটিতে ফতুল্লা থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজিত এক মতবিনিময় সভায় শামীম ওসমান বলেন, একটা গভীর ষড়যন্ত্র সারা দেশে হচ্ছে। নারায়ণগঞ্জও তার চেয়ে বিচ্ছিন্ন না। ওই ষড়যন্ত্রের সাথে স্থানীয় ষড়যন্ত্র যোগ হয়েছে। এর পেছনে টাকাও রয়েছে। খেলা তো হবেই। যাদের সাথে ছাত্র জীবনে খেলে আসছি তারা এখন মনে করছেন নাটক খেলবেন। যারা নারায়ণগঞ্জকে নিয়ে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর সমাবেশ হবে, যাতে তাদের বুক থর থর কাঁপে। সে সমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি ঘটাতে হবে। এ সমাবেশ দেখে শেখ হাসিনা যেন গর্ববোধ করতে পারে। সুত্রঃ নয়াদিগন্ত

৭ সেপ্টেম্বর বিকেলে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে শামীম ওসমান বলেন, ড. কামাল, মির্জা ফখরুলরা বিদেশিদের জন্য মিটিং করছেন। মনে রাখতে হবে এ দেশের মানুষ, বিদেশিরা, দেশের বাইরেও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এটা যখন শুনলাম তখনই এ সভার প্রস্তুতি নিলাম। যদি শেখ হাসিনা ডাকেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে তাহলে আবারো একাত্তরের মতো মাঠে নামতে হবে। সূত্রঃ দ্যা ডেইলি স্টার

১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ফতুল্লার শাহ ফতেউল্লাহ কনভেনশন হল উদ্বোধন কালে তিনি বলেন, যেকোন ব্যাপারে কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে এদেশে, গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিপক্ষের শক্তি। এই ষড়যন্ত্রে আন্তর্জাতিক ষড়যন্ত্র জড়িত হয়েছে। তারা চায় দেশটাকে আবারও একশো বছর পেছনে নিয়ে যেতে। আইনশৃঙ্খলা বাহিনীকে এই বিষয়টিতে সজাগ রাখা একজন রাজনৈতিক নেতা ও আইনপ্রনেতা হিসেবে আমার দায়িত্ব৷ যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করা উচিৎ। সুত্রঃ প্রেস নারায়ণগঞ্জ
২৮ অক্টোবর দুপুরে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি শক্ত অবস্থানে নিতে চাচ্ছেন। তিনি দেশে আইনের শাসন দিতে চাচ্ছেন, উন্নতির শীর্ষস্থানে নিতে চাচ্ছেন। অথচ সমস্ত অপশক্তি এক সঙ্গে খেলা শুরু করেছে। এই অপশক্তির সঙ্গে দুর্নীতিবাজদের টাকাও যোগ হয়েছে। দেশে একটা কিছু ঘটানোর চেষ্টা করা হচ্ছে। সুত্রঃ যুগান্তর

২৭ নভেম্বর ফতুল্লার একটি মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়ে আমরা ৫০ বছর পিছিয়ে পড়েছিলাম। শেখ হাসিনা যদি মারা যায় তাহলে দেশের পরিস্থিতি কি হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এ দেশটিকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। দেশে অরাজকতা সৃষ্টি করতে নানা ধরণের অপচেষ্টা হচ্ছে। আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেলে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে। তিনি আরও বলেন, আমি রাজনীতি করতে এসেছি, এমপিগিরি করতে আসিনি। যখন আমাকে বলা হয় এমপি সাহেব তখন আমার কাছে ভাল লাগে না। আমি মানুষের সেবা করতে এসেছি। আমার তিন পুরুষ ধরে রাজনীতি করি। আমি ভাল কাজ করে যেতে চাই। ২০০১-এর আগে অনেক কিছুর উপর ভরসা করে রাজনীতি করতাম। কোমরে পিস্তল রাখতাম। কিন্তু এখন আল্লাহর উপর ভরসা রাখি। সুত্রঃ বাংলানিউজটুয়েন্টিফোর

সবশেষ ৫ ডিসেম্বর বক্তবলী পরগনার ডিক্রিরচরে সদর থানা আওয়ামীলীগের সম্মেলনে শামীম ওসমান বলেন, আমি রাজনীতি করতে আসছি এমপিগিরি মন্ত্রীগিরি ধান্দাবাজি করতে আসি নাই। রাজনীতি করতে আসছি আল্লাহকে খুশি করার জন্য। আপনারা কল্পনাও করতে পারবেন না দেশের মধ্যে কত বড় ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বাইরে নারায়ণগঞ্জও নাই, গতকালকেই নতুন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। সুত্রঃ নারায়ণগঞ্জ টুডে
তার সাথে রাজনীতি করে আসা প্রবীন রাজনীতিবিদরা বলেন, সবসময় আলোচনায় থাকার জন্য তিনি প্রায়শই এমন ষড়যন্ত্র সহ নানান বিষয় সামনে এনে কথা বলেন। তার একই বক্তব্য বার বার শুনতে শুনতে খোদ দলীয় নেতাকর্মীদের কাছেই হাস্যরসে পরিনত হচ্ছেন তিনি। একটি সমাবেশে বক্তব্য রাখার পূর্বেই তার কর্মীরা বলে দিতে পারেন কোন কোন বিষয়ে তিনি বক্তব্য রেখে গণমাধ্যমের নজরে থাকার চেষ্টা করবেন। আর এসকল বক্তব্যের জন্য স্থান কাল পাত্র কোন কিছুরই বিবেচনা করেন না তিনি। খেলার মাঠ, ওয়াজ মাহফিল, স্কুলের শিক্ষার্থী সকলের সামনেই একই কথা বার বার পুনরাবৃত্তি করেন। আর এর মাধ্যমেই কেন্দ্রীয় নেতাদের আকর্ষন পাওয়ার চেষ্টায় থাকেন সারাবছর।
প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, নারায়ণগঞ্জে শামীম ওসমান ছাড়াও আরও ৩ জন এমপি ও ১ জন মন্ত্রী এসকল ষড়যন্ত্রের ব্যাপারে প্রশাসনকে অবগত না করলেও একমাত্র তিনিই সারাবছর ষড়যন্ত্রের আভাস পান। তার এমন বক্তব্য রাজনৈতিক বক্তব্য হিসেবেই বিবেচিত হয় প্রশাসনের সংশ্লিষ্টদের কাছে। সুতরাং তিনি যতই ষড়যন্ত্রের কথা বলুক তা কেবল গণমাধ্যমে প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কার্যত তার কোন প্রভাব অন্যত্র পরিলক্ষিত হয় না।