আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গণপরিবহনের দাবিতে শিক্ষার্থীসহ গণমানুষের মানববন্ধন ॥ রাস্তা অরোধ, বিক্ষোভ


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন-কুড়িল (৩‘শ ফিট)সড়কে গণপরিবহনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় শিক্ষার্থীরাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকার সাধারন মানুষ। এ সময় তারা বিক্ষোভ মিছিলসহ ঢাকা বাইপাস ও কাঞ্চন-কুড়িল সড়ক ১৫ মিনিট অবরোধ করে। শনিবার সকালে কাঞ্চন সেতুর পশ্চিমপাড়ে কাঞ্চন-কুড়িল সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, রাজধানীর সাথে সহজতর যোগাযোগের সেতু বন্ধন করে দিয়েছে রাউজকের নির্মিত কাঞ্চন-কুড়িল (৩‘শ ফিট)সড়ক। যানজটমুক্ত বিশাল সড়কপথের ১৩ কিলোমিটার রাস্তা পার হতে সময় ব্যয় ১৫ মিনিট। এ কারনে উপজেলার কর্মজীবি মানুষসহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাস্তায় যাতায়াত করেন। সিন্ডিকেডের মাধ্যেমে এই রুটে প্রায় ৬ শতাধিক ফিটনেসবিহীন ট্যাক্সী ভাড়ায় চালিত হয়। এই সামান্য রাস্তায় প্রতিজন যাত্রীর কাছ থেকে ভাড়া নেয়া হয় ৬০ টাকা। যা স্বাভাবিক ভাড়ায় চেয়ে প্রায় ৫/৬ গুন বেশী। যার দরুন রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে ও কর্মজীবি মানুষেরা তাদের কর্মস্থলে যেতে হিমশিম খেতে হচ্ছে। এ কারনে এই রুটে গণপরিবহন চালুর দাবিতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা, কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সামাজিক সংগঠন আমরা কাঞ্চন পৌরবাসী, এফএনএফ ডিজিটাল ফাউন্ডেশন, আমরা জোনাকির দল, পূর্বাচল জিকে একাডেমী, তারুন্যর বিজ্ঞান, পূর্বাচল ইসলামী পাঠাগার, পূর্বাচল আদর্শ সেবা ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও গণমানুষ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। শনিবার সকাল ১০ টায় কাঞ্চন সেতুর পশ্চিমপাড়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচির পর ঢাকা বাইপাস ও কাঞ্চন-কুড়িল সড়ক ও এশিয়ান হাইওয়ে(বাইপাস) সড়ক প্রায় ১৫ মিনিট অবরোধ করে গণপরিবহনের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় সংক্ষিপ্ত পথসভায় আয়োজকরা বলেন, ১০ মিনিটের রাস্তা পার হতে ৬০ টাকা করে ভাড়া নিচ্ছে সিন্ডিকেটের মাধ্যেমে চালিত ফিটনেসবিহীন ট্যাক্সী সার্ভিস। যা শিক্ষার্থী ও কর্মজীবি মানুষের ও রক্ত চোষার সমান। শুধু ভাড়া বাবদ একজন শিক্ষার্থীর প্রতিদিন ব্যয় হয় দুই থেকে আড়াই‘শ টাকা। এ কারনে অনেকে রাজধানীতে উ”চ শিক্ষা গ্রহন থেকে বঞ্চিত হ”েছন। তাই এই রাস্তায় গণপরিবহন চালু হলে সাধারন মানুষের উ”চ শিক্ষা গ্রহনের সুযোগ বেড়ে যাবে। পাশাপাশি এলাকার কৃষকদের মালামাল খুব সহজে রাজধানীতে পৌছে যাবে। কর্মজীবি মানুষ উপকৃত হবে। এ কারনে সংশ্লিষ্ট সকলের প্রতি গণপরিবহন চালুর দাবি তুলেন তারা। আগামী এক মাসের মধ্যে এই রুটে গণপরিবহন চালু না হলে আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষনা দেন আয়োজকরা।