সংবাদচর্চা রিপোর্ট:
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের পরিচালনায় ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ এর পঞ্চবটি শাখার উদ্বোধন করেছেন কমিনিউটি ব্যাংকের চেয়ারম্যান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
২৮ নভেম্বর (বৃহস্পতিবার) ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের সভাপতিত্বে শাখাটি’র উদ্বোধন করা হয়।
পুলিশ সদস্যদের জীবনমানের উন্নয়নে পুলিশ বাহিনী, যতটুকু সম্ভব তাদের পরিবার পরিজন যাতে সুস্থ থাকতে পারে সেই লক্ষে বর্ত মান (পুলিশ কল্যাণ ট্রাস্ট) গঠন করে করেছেন।
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শিল্প নগরী নারায়ণগঞ্জে শাখা উদ্বোধনের মাধ্যমে নারায়ণগঞ্জের ব্যবসা বাণিজ্যে কাংখিত গতি সঞ্চার করতে কমিনিউটি ব্যাংক বদ্বপরিকর।আমি আশা করি পঞ্চবটি শাখা স্থাপনের মাধ্যমে কমিনিউটি ব্যাংক নারায়ণগঞ্জ ও পাশ্ববর্তী অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং শিল্প উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।