মাজহারুল ইসলাম : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আন্ত: জেলা ফুটবল টুর্নামেন্টে নারায়ণগঞ্জের সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।বৃহস্পতিবার সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ নেয় সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ ও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ।
জানা যায়, গত ৯ নভেম্বর থেকে নারায়ণগঞ্জ জেলার স্কুল ও কলেজের অংশ গ্রহনে আন্ত: জেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে ফাইনালের মুখোমুখি হয় সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ ও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ। খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় ট্রাইব্যাকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হয়।
ট্রাইবেকারে কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ৩-২ গোলে সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজকে পরাজিত করে নারায়ণগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।
পরে চ্যাম্পিয়ন দলটি সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শাহীনুর ইসলামকে শুভেচ্ছা জানান।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন রিমন,কাজী ফজলুল হক কলেজের অধ্যক্ষ আমির হোসেন, শিক্ষানুরাগী আবু নাইম ইকবাল প্রমূখ।