সোনারগাঁয়ের ডাকাতি মামলায় চার ডাকাতকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মিল্টন খন্দকারের আদালত ওই রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
রিমান্ডকৃতরা হলেন,কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিরবাজার গ্রামের মৃত বাইজুল মিয়ার ছেলে মো. শাওন, চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেবাগ গ্রামের কামাল হোসেনের ছেলে বাবু, বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের নিজাম বেপারীর ছেলে রনি ও বন্দর উপজেলার মিনার বাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. মনির হোসেন।
রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ডাকাতি মামলায় চার জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
প্রসঙ্গত, ২৩ নভেম্বর দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি প্রস্তুতিকালে মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে ঝোপঝাড় থেকে তাদের গ্রেফতার সোনারগাঁ পুলিশ । এ সময় তাদের কাছ থেকে একটি ছোড়া, দুটি রামদা, চাপাতি লোহার রড উদ্ধার করে পুলিশ।