রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের মৃত: আঃ হাসিম মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসি ও প্রবাসে থাকা কালে অসুস্থ্যতাজনিত কারণে মারা যাওয়া আঃ মোতালিব মিয়া (৪৫) এর কুলখানি গতকাল বৃহষ্পতিবার দুপুরে তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে পবিত্র কোরআন খানি, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। সব শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। উল্লেখ্য যে, ১৬ নভেম্বর বৃহষ্পতিবার মালয়েশিয়ায় অসুস্থ্যতা জনিত কারণে আঃ মোতালিব মিয়া মারা গেলে মঙ্গলবার সকালে তার লাশ দেশে আনা হয় এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।