নিজস্ব প্রতিবেদক
রূপগঞ্জের চনপাড়ায় হত্যা সহ একাধিক মামলার আসামী মোস্তফা (৩২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরা। শুক্রবার সন্ধায় এ ঘটনার পর আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত নারী সহ তিন সহযোগীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার সন্ধা ৬ টার দিকে রূপগঞ্জের কায়েত পাড়া ইউনিয়নের চনপাড়া বস্তিতে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক সোহরাব ও তরিকুল ইসলামসহ পুলিশ টিম অভিযান চালায়। এ সময় মোস্তফা নামে একজনকে আটক করে তারা। টের পেয়ে মোস্তফার সহযোগী সায়েম, গন্ডার বিল্লাল, পিচ্ছি আনোয়ার, শিপন, হাসিব, বিকাশ ইমান আলীসহ আরও কয়েকজন পুলিশের উপর হামলার চেষ্টা করে। হামলা ঠেকাতে পুলিশের ব্যস্ততার সুযোগে আটককৃত মোস্তফাকে ছিনিয়ে নিয়ে যায় সহযোগীরা।
ঘটনার বিষয়ে উপ পরির্দশক তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার আসামী মোস্তফাকে আটক করতে গেলে তার সহযোগীরা বাধা প্রদান করে। এ সময় বস্তির লোকজন তাদের সাথে যুক্ত হলে আসামী মোস্তফা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জানান, আসামি মোস্তফা একজন ডাকাত ও শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে হত্যা মামলাসহ ডজন মামলা রয়েছে। সন্ধায় চনপাড়া বস্তিতে পুলিশ তাকে ধরতে গেলে তার সহযোগীরা বাধা দেয়। ওই সময় পুলিশ সদস্য কম থাকায় এক পর্যায়ে সে পালিয়ে যায়। তবে ঘটনায় জড়িত নারীসহ তার ৩ জন সহযোগীকে আটক করেছে পুলিশ।
পলাতক মোস্তফা ওই এলাকার ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের ছেলে।