আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গুজব প্রতিরোধে ডিসির মতবিনিময়

লবণের মূল্য বৃদ্ধির গুজব প্রতিরোধকল্পে লবণ মিল মালিক, ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক।

২০ নভেম্বর বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা  ববি, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দীকি, এসিআই, মোল্লা, সপ্তডিঙ্গা, আল-আমিন, ফ্রেশ, আলী সল্ট মিল সহ বিভিন্ন লবণ মিলের প্রতিনিধি, ব্যবসায়ী ও সাংবাদিক বৃন্দ।

মতবিনিময়কালে সকলের উদ্দেশ্যে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ‘দেশে পর্যাপ্ত পরিমাণ লবণের মজুদ রয়েছে। লবণের মূল্য বৃদ্ধির কোনো প্রশ্নই আসে না।’

এসময় যদি কেউ লবণের মূল্য বৃদ্ধি করে বিক্রি করে তাহলে ব্যবস্থা নেওয়ার কথা জানানোর পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিংয়ের ঘোষণা দেন তিনি।

এছাড়া গুজবের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারায়ণগঞ্জের সাংবাদিকদেরকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক। আগামীতেও এ ধরনের গুজবে বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য অনুরোধ জানান তিনি।