আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উত্তপ্ত ভারতের পার্লামেন্ট

শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের সংসদ। কাশ্মীর পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারকে কোণঠাসা করতে একযোগে বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা।

সোমবার অধিবেশন শুরুর পরপরই কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স ও ডিএমকে ওয়েলে নেমে হইচই শুরু করে। তাদের অভিযোগ, ৩৭০ ধারা বিলোপের পর ১০০ দিন কেটে গিয়েছে, এখনও কাশ্মীর অবরুদ্ধ। এরমধ্যেই অধিবেশন চলাকালীন ওয়াক-আউট করে শিবসেনা।

শীতকালীন অধিবেশনের শুরুতেই বিজেপি সরকারের তীব্র বিরোধিতা করে বিরোধী দলগুলো। কংগ্রেস, তৃণমূল ও শিবসেনা একসঙ্গে সংসদে মুলতবি প্রস্তাব আনে। কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনে কংগ্রেস। মহারাষ্ট্রে অতিবৃষ্টির জেরে ফসলের ক্ষতি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনে শিবসেনা।

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে আটকে রাখার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি চান তৃণমূলের এমপি সৌগত রায়। মহারাষ্ট্রের কৃষক সমস্যা নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ শুরু করেন শিবসেনার সংসদ সদস্যরা। যদিও লোকসভা স্পিকার ওম বিড়লা মুলতবি প্রস্তাব খারিজ করে দেন।

আসাম থেকে নির্বাচিত কংগ্রেসের সংসদ সদস্য গৌরভ গগৈ সংসদ সংলগ্ন মহাত্মা গান্ধির মূর্তির সামনে দূষণের মাত্রা বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান।