রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়নের বঙ্গারবাজারে তিনটি দোকানে একই সঙ্গে দুঃসাহসিক চুর সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই বাজারের দোকান্দার হাবিবুর রহমানের ইলেক্ট্রনিক দোকানের চালা কেটে অজ্ঞাত চোরেরা দোকানে থাকা নগদ দেড় লাখ টাকা, ও দোকানের ইলেক্ট্রনিক মালামাল চুরি করে নিয়ে যায়। একই কায়দায় কামালের মুদি দোকান থেকে নগদ ৩০ হাজার টাকা ও মালামাল চুরি করে। এ ছাড়া হাকিমের মুদি দোকান থেকেও একই কায়দায় নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।
আড়াইহাজার থানার পরিদর্শক (ওসি) এম এ হক জানান, এ ব্যাপরে কোন লিখিত অভিযোগ পাইনি।