সৌদি আরবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুক্রবার রাতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনা দলে ফিরছেন তিন মাসের নিষেধাজ্ঞা শেষ করা তারকা ফুটবলার লিওনেল মেসি।
গত কোপা আমেরিকাতে শিরোপা জিততে ব্যর্থ হয়ে আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে (কনমেবল) ‘দুর্নীতিগ্রস্ত’ বলে সমালোচনা করেন মেসি। এর কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এ ছাড়া তাঁকে ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল।
মেসি দাবি করেছিলেন, স্বাগতিক ব্রাজিলের হাতে শিরোপা তুলে দেওয়ার চেষ্টাই করেছে কনমেবল।
এদিকে ইনজুরির কারণে আজকের প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।
সর্বশেষ পাঁচবারের মুখোমুখিতে ব্রাজিলের জয়ের পাল্লাই ভারি। তিনটিতে জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা জিতেছে একটি ম্যাচে। বাকি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: এলিসন, দানিলো, মারকুইনহো, থিয়াগো সিলভা, সান্দ্রো, আর্থার, ক্যাসিমিরো, কৌতিনহো, উইলিয়ান, ফিরমিনো এবং জেসুস।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: আন্দ্রাদা, ফয়েথ, পেজেল্লা, ওতামেন্দি, ওকাম্পোস, পারেদেস, পল, একুনা, মেসি, দিবালা এবং আগুয়েরো।