আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নগরির ১ নং রেলগেট এলাকায় উচছেদ অভিযান

সংবাদচর্চা রিপোর্ট:
নগরির ১ নং রেলগেট এলাকায় উচছেদ অভিযান চলছে এতে মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ সিকদারের অফিস ভেঙে গুরিয়ে দেয়া হয়।

১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সারে ১০টায় এ অভিযান শুরু হয়। এখানে পরাই ৮০শতাংশ জায়গায় গড়ে উঠা এক হাজার স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে ডেপুটি কমিশনার নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ সদর এসিল্যানডয়ের কাননগো ইকবাল, ১নং রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা।

একই সাথে শতাদিক দোকান পাট উচ্ছেদ করা হয়। তবে শহরের ঐতিহ্যবাহী মাওরা হোটেল ভাংতে গেলে তারা সময় আবেদন করেন। আর/বি