আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যমুনা ব্যাংকের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর সেবা করতে চাই: মন্ত্রী গাজী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ওপাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, নিতাইগঞ্জ বাংলাদেশের বহু পুরানো ব্যবসায়ীক জায়গা। এখানে আমার (গাজীর বাবা) বাবা এক সময় ব্যবসা করতে এসেছে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন , আপনারা যে কোন সমস্যায় পড়লে আমাকে জানাবেন। আমি যেহেতু নারায়ণগঞ্জের লোক, আমি আপনাদের সমস্যাগুলো দেখব। অন্য ব্যাংকের চেয়ে যমুনা ব্যাংকে সুযোগ সুবিধা বেশি রয়েছে। অনেক দিন আগেই থেকে যমুনা ব্যাংকে অনলাইন ব্যবস্থা রয়েছে। আপনারা এটিএম কার্ডের মাধ্যমে শ্রমিকের বেতন দিতে পারেন। যে কোন শ্রমিক এই কার্ডের মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে বেতন তুলতে পারবে। আমরা চাই যমুনা  ব্যাংকের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর সেবা করতে। আপনারা যাতে নিভিগ্নে লেনদেন করতে পারেন আমরা সেই সেবা দিতে এসেছি।

বুধবার ( ১৩ নভেম্বর) নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে যমুনা ব্যাংকের ১৩৫ তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী এসব কথা বলেন।

তিনি বলেন, আমি যা করি ভেবে চিন্তা করে করি । তার জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাকে নারায়ণগঞ্জে থেকে মন্ত্রী বানিয়েছে।

মন্ত্রী গাজী আরো বলেন, নারায়ণগঞ্জে অন্য জায়গার চেয়ে আমি সবচেয়ে বেশি সিএসের ব্যবস্থা করে দিতে পারব।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী, যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ , দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মো: মুন্না খাঁন সহ অনেকে।