আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চোরাচালান মামলায় জাহাঙ্গীর আলমের ৭ বছরের দন্ড

সংবাদচর্চা রিপোর্ট:
খাদ্য অধিদপ্তরের সরকারি এম এস’র চাল চোরাচালান মামলায় জাহাঙ্গীর আলমকে (৪৫) ৭ বছরের কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

১২ নভেম্বর (মঙ্গলবার) আসামীর উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) শেখ রাজিয়া সুলতানার আদালত এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর আলম মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কনকসার এলাকার আমজাদ আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এড. জাসমীন আহমেদ ।

প্রসঙ্গত, ২০০৯ সালে সদর মডেল থানাধীন নিতাইগঞ্জ খালঘাট এলাকায় ১২৫ বস্তা খাদ্য অধিদপ্তরের এম এস এর চালসহ একটি ট্রাক আটক করা হয়। পরবর্তীতে জানা যায়, এটি খাদ্য অধিদপ্তরের সরকারী চাল। চোরাচালানের মাধ্যমে চালগুলো সরিয়ে নেওয়ার চেষ্ঠা চালাচ্ছিল। পরবর্তীতে সদর মডেল থানার এসআই আতিয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাল উদ্ধার করেন এবং বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন, যার নং- ১১(১১)১৩, বিশেষ ট্রাইবুনাল নং ৯৫/১১ ।