সোনারগাঁয়ে মাদক মামলায় আওলাদ হোসেন (৩৯) নামের মাদক বিক্রেতার সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডে দন্ডিত করে রায় দিয়েছে আদালত।
১১ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ ৭নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামীর অনুপুস্থিতিতে ওই রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত পলাতক আসামি আওলাদ হোসেন হলেন সোনারগাঁও উপজেলার শেখ কান্দি এলাকার মো জাকারিয়ার ছেলে। তবে একই মামলায় পলাতক অপর আসামি আব্দুল জলিলের (৩৫) বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় খালাস প্রদান করা হয়।
মামলার বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার জাসমিন আহমেদ জানান, ২০১৫ সালের ২০ জুন বিকেলে সোনারগাঁও এলাকায় টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে শেখ কান্দা এলাকায় অভিযান পরিচালনা করে আওলাদ হোসেনকে আটক করে র্যাব-১১ এর একটি দল। এছাড়াও আব্দুল জলিল নামে অপর একজন পালিয়ে যায়। পরে আওলাদ হোসেনের দেহ তল্লাশী করে ১১১০পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১০৬৫০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন সোনারগাঁও থানায় র্যাব-১১ ডিএডি মো. আব্দুল্লাহ খান বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় ৩ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।