আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের কমিটি

পুলিশের অনুমতি না পেয়ে ঢাকায় দ্বি-বার্ষিক সম্মেলন করেছে নারায়ণগঞ্জ জেলা তাঁতী দল। সম্মেলনে পাঁচ সদস্যের নতুন কমিটির নামও ঘোষণা করা হয়।  গতকাল  দুপুরে নয়া পল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে ওই সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘আপনারা জানেন, নারায়ণগঞ্জের বিএনপি, তাঁতী দলসহ কেউ একটু দাঁড়ানোর স্কোপ পর্যন্ত পায় না। আজকে নারায়ণগঞ্জ তাঁতী দলের দ্বি-বার্ষিক সম্মেলন ঢাকায় করতে হচ্ছে। কারণ এখানে (নারায়ণগঞ্জ) পুলিশ আওয়ামী লীগের চাইতে বেশি আওয়ামী লীগ হয়ে পড়েছে। এত বেশি আওয়ামী লীগ হয়ে পড়েছে নারায়ণগঞ্জে জেলার পুলিশ যে, শেখ হাসিনা যেটা চান- তিনি চান তো হচ্ছে, বিএনপি থাকবে না, বিএনপি নিশ্চিহ্ন থাকবে, বিএনপিকে কোনো কর্মসূচি করতে দেওয়া যাবে না- সেই কাজটি আন্তরিকতার সঙ্গে করছেন নারায়ণগঞ্জের এসপি এবং পুলিশ প্রশাসন।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের ওপর পুলিশি নির্যাতনের কথা তুলে ধরে রিজভী বলেন,’ একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর শিক্ষকতার মতো মহান পেশায় কাজ করেন। সেই পেশায় মামুন মাহমুদ গেছেন। বিএনপির যেদিন জেলায় কর্মসূচি থাকে সেদিন পুলিশের কনস্টেবল পর্যায়ের সদস্য দিয়ে মামুন মাহমুদের বুকের জামা ধরে টানা হেঁচড়া করা হয়। দেশের শিক্ষিত মানুষ, স্বজ্জন মানুষ, ভদ্রলোক, শিক্ষক –এদের কোনো মান সন্মান নেই। এই দেশে এখন ক্যাসিনোবাজদের মান-সন্মান আছে, জুয়াড়িদের মান-সন্মান আছে কিন্তু অধ্যাপক মামুনদের মতো মানুষ যারা সৎ পেশায় থেকে যারা রাজনীতি করে তাদের পুলিশের কনস্টেবল দিয়ে টানা হেঁচড়া করানো হয়।’

খালেদা জিয়াকে সরকার প্রতিহিংসায় মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকিয়ে রাখার কঠোর সমালোচনা করেন রিজভী। জেলা তাঁতী দলের হাজি মুজিবুর রহমানের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, মতস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম প্রমুখ বক্তব্য দেন।

দ্বিবার্ষিকী সম্মেলনে জেলার নতুন নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। সভাপতি হয়েছেন এম এ আর শুক্কুর মাহমুদ এবং সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রুবেল। এ ছাড়া ইসমাইল শিকদার সিনিয়র সহসভাপতি, শফিকুল ইসলাম সহসভাপতি ও হামিদ উল্লাহ মোল্লা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।