আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় পিঠা বিক্রেতাসহ আহত ৫

তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়িক দ্বন্ধের জেরে প্রতিপক্ষের হামলায় পিঠা বিক্রেতাসহ ৫ জন আহত হয়েছে। ১৯ নভেম্বর রবিবার বিকালে উপজেলার পর্শি এক নম্বর সেক্টরে লেংটার মাজারের সামনে ঘটে এ ঘটনা।
পিঠা বিক্রেতা সীমা বেগমের লিখিত অভিযোগ থেকে জানা যায়, একই এলাকার রানা মিয়া, হাবিবুর, লেহাজউদ্দিন, রবিউল্লাহ,

আমিরউদ্দিন, বাবুল মিয়া ব্যবসায়িক দ্বন্ধের জেরে রবিবার বিকালে পর্শি এক নম্বর সেক্টরে লেংটার মাজারের সামনে অতর্কিত হামলা চালায়।

এসময় তার চিৎকারে তার ছেলে হীরা, স্বামী ইয়ার হোসেন, পিতা নুর মোহাম্মদ ও মা মতিজান বেগম এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের উপড়ও হামলা চালায়। এক পর্যায়ে ক্যাশে থাকা পিঠা বিক্রির সাড়ে ৬ হাজার টাকা ও কানের দুল লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাঈল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।