আজ শনিবার, ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মাশরাফিকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

হঠাৎ বেতন কাঠামো অসন্তোষসহ ১১ দফা দাবি তুলে ধরে বাংলাদেশের ক্রিকেটাররা ধর্মঘট ডাকে। এই সফরকে সামনে রেখে ২৫ তারিখ থেকে টাইগারদের নিয়ে ক্যাম্প শুরু হবে। কিন্তু তার আগে ১১ দফা দাবি নিয়ে ধর্মঘটে ডেকে সব ধরনের ক্রিকেট বর্জন করেছে ক্রিকেটাররা। ক্রিকেটের এমন অস্থিতিশীল পরিবেশ ঠিক করতে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উপর দায়িত্ব দিয়েছেন দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয় মাশরাফি বিন মুর্তাজাকে। সেখানে মাশরাফির কাছ থেকে ক্রিকেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানেন প্রধানমন্ত্রী। এরপর মাশরাফিকে ক্রিকেটারদের মাঠে ফেরার বার্তা দিতে বলেন প্রধানমন্ত্রী। এক প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি মাহবুবুল আনাম।