আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তারাব পৌরসভার ই-সেবার উদ্বোধন করলেন জয়

তারাব পৌরসভার ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিস সিস্টেম এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এই ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিস সিস্টেম এর মাধ্যমে এখন থেকে তারাব পৌরবাসী ঘরে বসে ৫ টি নাগরিক সেবা সম্পাদন করতে পারবেন। সেবাগুলোর মধ্যে রয়েছে অনলাইনে হোল্ডিং ট্যাক্স , অনলাইনে পানির বিল প্রদান , অনলাইনে সিটি করপোরেশন সার্টিফিকেট সার্ভিসেস, অটোমেটেড প্রোপার্টি ম্যানেজমেন্ট সার্ভিসেস, ই-ট্রেড লাইসেন্স সার্ভিসেস । এই সেবার মাধ্যমে এখন থেকে আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না পৌরবাসী ।

রোববার সকালে রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিস সিস্টেম এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।