আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লার সুদিন পেল পুরস্কার

শেখ রাসেল দাবা প্রতিযোগিতায় প্রাথমিক (বালক) বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে  ফতুল্লার আমিনুল হাসান সুদিন।  শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদিনের হাতে এই পুরস্কার তুলে দেন।

সুদিন  দাবা শিক্ষা প্রতিষ্ঠান নাহার চেস একাডেমীর একজন দাবা শিক্ষার্থী। তার বাবা মোহাম্মদ নাজমুল হাসান (রুমি) পুরস্কার প্রাপ্ত একজন দেশ সেরা দাবা সংগঠক। তিনি ‘নাহার চেস একাডেমী’র প্রতিষ্ঠাতা পরিচালক ও দাবা প্রশিক্ষক, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার দাবা ঊপ-কমিটির সদস্য সচিব, বাংলাদেশ মানবাধিকার কমিশনের নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক। মা সোনিয়া আজাদ নাবা স্কুলের ঊপাধ্যক্ষ।

চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র সুদিনের দাবায় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং ১৪৭০। সে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লায় অবস্থিত নাবা স্কুলের ছাত্র।

সর্বশেষ সংবাদ