আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে নারী শ্রমিকের মৃত্যু

রুলার মেশিনে ওড়না ও চুল পেঁচিয়ে সোনারগাঁয়ে রিতা আক্তার নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে মেঘনা শিল্প এলাকার এম এম নামের একটি গার্মেন্টে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক রংপুর জেলার কাউনিয়া উপজেলার পঞ্চগরম গ্রামের রিয়াজউদ্দিনের মেয়ে। সে মেঘনা শিল্প নগরী এলাকায় স্ব-পরিবারে বসবাস করে। লাশ উদ্ধারের পর পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

জানা যায়, উপজেলার মেঘনা শিল্প এলাকার এমএম গার্মেন্টের রুলার মেশিনের হেলপার রিতা আক্তার সকাল সাড়ে ১০টার দিকে গার্মেন্টে কাজ করছিল। অসাবধানতা বসত ওই শ্রমিক রুলার মেশিনের কাছে দাড়িয়ে থাকাবস্থায় তার শরীরের ওড়না মেশিনে ঢুকে যায়। এসময় ওই শ্রমিককে মেশিন টেনে হেচড়ে নিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান সংবাদচর্চাকে জানান ,নিহত শ্রমিকের পরিবার মামলা করবে না। ঘটনাস্থলে শ্রমিকের মা উপস্থিত ছিলেন। তারা পারিবারিক ভাবে বিষয়টি মিমাংসা করেছে।

সর্বশেষ সংবাদ