নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লার মুসলিম নগরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে দরিদ্র ছেলেদের বিনামূল্যে সুন্নতে খাৎনা ও দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য ও বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা মো.লৎফর রহমান স্বপন, এফ.সি.এফ সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক লীগ ফতুল্লা থানা শাখার সিনিয়র সহ-সভাপতি সিরাজউদ্দিন জনি, বিশিষ্ট সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, মোকলেছুর রহমান তোতা প্রমূখ।
প্রসঙ্গত ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে।