সোনারগাঁয়ে একটি পূজামণ্ডু ভংচুর করেছে দুর্বৃত্তরা । ১৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় লক্ষ্মী পূজামন্ডপে ভংচুর করা হয়। পূজামন্ডপে ভাংচুরের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান। তিনি বলেন, পূজামন্ডপে ভাংচুরের বিষয়টি সত্য। এখনো কেউ অভিযোগ দেয় নি। অভিযোগ দিলে মামলা নেয়া হবে।
প্রসঙ্গত বিভিন্ন সুত্রের মাধ্যমে জানা গেছে আওয়ামীলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে পূজামণ্ডুপে হামলা হয়েছে। এতে প্রায় ১০ জন আওয়ামী লীগ যুব লীগ ছাত্র লীগের ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।