আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশে বসবে নারীদের ক্রিকেট বিশ্বকাপ !

অনলাইন রিপোর্ট:

বাংলাদেশে প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে আইসিসি। প্রথম আসরের আয়োজক বাংলাদেশ। ২০২১ সালে বসবে মেয়েদের ক্রিকেট বিশ্বযজ্ঞের এ আসর।

সোমবার দুবাইয়ে আইসিসির বোর্ডসভা শেষে নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন ও আয়োজক নির্বাচনের সিদ্ধান্তটি জানায় ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। দুই বছর পর পর বসবে এই বিশ্বকাপ।

মেয়েদের ক্রিকেটকে আরও বেশি গুরুত্ব দিতে, আরও বেশি ছড়িয়ে দেয়ার অংশ হিসেবে অনূর্ধ্ব পর্যায়ের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এর মাধ্যমে খেলাটিতে মেয়েদের অংশগ্রহণ আরও বাড়বে এবং অনেক তরুণী ক্রিকেটার উঠে আসার পথ তৈরি হবে বলে মনে করছে সংস্থাটি।

আইসিসি শিগগিরই সদস্য দেশগুলোকে মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল গঠন প্রক্রিয়া শুরু করার বার্তা দেবে। অনূর্ধ্ব পর্যায়ে নানা ধরনের টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনাও থাকবে।

সর্বশেষ সংবাদ